[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১:৫৪ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

এনসিএমের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

এর আগে চলতি বছরের এপ্রিলে আরব সাগরে সৌদি সীমান্তের কাছে একই মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশেই কম্পন অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, আরবিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে আরব উপসাগরীয় অঞ্চলের পুরোনো ফল্ট লাইনে চাপ সৃষ্টি হয়, যা ভূমিকম্পের কারণ হয়ে থাকে।

উল্লেখ্য, ইরান, ইরাক ও ওমানসহ আশপাশের দেশগুলোতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। চলতি বছরের ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এছাড়া ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার এবং ২২ নভেম্বর ইরাকে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এ বছরের আগস্টে ওমানের মাদহা এলাকায় ২.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর