[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

অল্পের জন্য কুমিরের হাত থেকে বাঁচল বাঘ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ৮:০৭ পিএম

ভারতের উত্তর প্রদেশের একটি বাঘ সংরক্ষণাগারে নদীর ধারে এক

রোমহর্ষক ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। নদীতে পানি পান করতে যাওয়ার সময় হঠাৎ পানির নিচ থেকে লাফিয়ে উঠে একটি বিশাল আকৃতির কুমির বাঘটিকে আক্রমণের চেষ্টা করে। তবে দ্রুত সরে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাঘটি।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুমিরটি নদীর পানির নিচে লুকিয়ে ছিল। বাঘটি নদীর কাছে যেতেই সেটি কামড়ে ধরার চেষ্টা করে। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাঘটি নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হয়।

রামনগর নদী ও এর আশপাশের এলাকায় কুমির, বাঘসহ বিভিন্ন হিংস্র ও বড় বন্যপ্রাণীর বসবাস। বন্য পরিবেশে এমন ঘটনা স্বাভাবিক হলেও ক্যামেরায় এমন মুহূর্ত ধরা পড়া তুলনামূলকভাবে বিরল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর