[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

ভারতের নাগাল্যান্ডে দাবানল, ৩ দিন ধরে জ্বলছে জুকো উপত্যকা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ৯:৪৫ এএম

ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে অবস্থিত মনোরম

জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। টানা তিন দিন ধরে উপত্যকার বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলছে, যা ক্রমেই বড় আকার ধারণ করছে।

স্থানীয় প্রশাসনের তথ্যের ভিত্তিতে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার চারজন স্থানীয় ট্রেকার জুকো উপত্যকায় ঘুরতে যান। তাদের অসতর্ক আচরণ থেকেই দাবানলের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্রেকিংয়ের সময় তারা উপত্যকার একটি স্থানে তাঁবু স্থাপন করেন এবং তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে পানির সন্ধানে বের হন। কিছুক্ষণ পর ফিরে এসে তারা দেখতে পান, সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুনের মাঝে আটকা পড়েন ওই চার ট্রেকার।

পরদিন শনিবার উদ্ধারকারী দল তাদের নিরাপদে বের করে আনে। তবে ততক্ষণে প্রায় ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রেকাররা তাঁবুর সামনে আগুন জ্বালানোর বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে প্রশাসন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর