[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে হামলায় নিহত অন্তত ১০

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ৪:১৮ পিএম

অস্ট্রেলিয়ার সিডনি শহরের জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে এক

ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই সহিংস ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ।

পুলিশ জানায়, হামলার সময় সৈকতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল। গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছানো কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। দুই হামলাকারীর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্যজন আহত অবস্থায় আটক রয়েছে।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই ঘটনাকে গভীরভাবে দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন এবং ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, বন্ডি সমুদ্র সৈকত দেশটির অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র, যেখানে প্রতিদিন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় থাকে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর