[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি (ভিডিও)

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১:২৪ পিএম

ভারতের হরিয়ানা রাজ্যে ঘন কুয়াশার কারণে একাধিক স্থানে

ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহন জড়িত ছিল।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকে হরিয়ানার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। পরবর্তীতে পেছন দিক থেকে আসা একের পর এক যানবাহন সামনে থাকা গাড়িগুলোকে ধাক্কা দিতে থাকে, ফলে ঘটনাস্থলে বহু গাড়ির জটলা তৈরি হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, হিসার এলাকায় জাতীয় সড়ক ৫২-তে সকাল আনুমানিক ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর একই সড়কে পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন একটির সঙ্গে আরেকটির ধাক্কা খায়।

এই দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হননি। তবে এক মোটরসাইকেল আরোহী সামান্য আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জাতীয় মহাসড়ক ৩৫২-এ আরও একটি বড় দুর্ঘটনা ঘটে, যেখানে তিন থেকে চারটি বাস পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, রোহতাক এলাকায় ১৫২ ডি মহাসড়কের একটি মোড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে প্রথমে একটি ট্রাক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আসা আরও যানবাহন যুক্ত হয়ে মোট ৩০ থেকে ৪০টি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে। এ ঘটনায় আহতদের প্রশাসনের উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, হরিয়ানায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। অঞ্চলটিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর