[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

শান্তি বেশি দূরে নয় : পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ৮:০০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আশাবাদ ব্যক্ত করেছেন যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা আর খুব বেশি দূরে নেই। তিনি জানিয়েছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করতে আগ্রহী তুরস্ক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার তুর্কমেনিস্তানে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। বৈঠকে চলমান যুদ্ধ পরিস্থিতি ও শান্তি উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে সম্ভাব্য “সমন্বিত শান্তি উদ্যোগ” পর্যালোচনা করা হচ্ছে এবং ইউক্রেন সংকট সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে তুরস্ক প্রস্তুত রয়েছে—এ কথা আবারও জানিয়েছেন এরদোয়ান।

তুর্কমেনিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা করছেন। তাঁর ভাষায়, শান্তির সম্ভাবনা এখন দৃশ্যমান এবং তা খুব দূরে নয়।

বৈঠকে এরদোয়ান প্রস্তাব দেন, যুদ্ধের উত্তেজনা কমাতে জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাকে কেন্দ্র করে সীমিত পরিসরের যুদ্ধবিরতি সব পক্ষের জন্যই উপকারী হতে পারে।

এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের আরেক বিবৃতিতে এরদোয়ান বলেন, কৃষ্ণসাগরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা উচিত নয়। এতে রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই ক্ষতির মুখে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা এবং একটি জাহাজ কোম্পানির বরাতে জানা গেছে, শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে রুশ হামলায় খাদ্যপণ্য বহনকারী একটি জাহাজসহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক দিন আগেই রাশিয়া ইউক্রেনকে সমুদ্রপথে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল বলে উল্লেখ করা হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর