মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
তিনি অভিযোগ করেছেন, এ সংঘাতের নেপথ্যে আরও কিছু দেশ মদত জোগাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত থামাতে তিনি বহুবার চেষ্টা করেছেন—দুই দেশের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক, ফোনালাপসহ নানা উদ্যোগ নিলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
গত মাসেই এই যুদ্ধে কমপক্ষে ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই সেনা—এ তথ্য উল্লেখ করে তিনি সাম্প্রতিক রক্তপাতের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেন।
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, “আমি এই হত্যালীলা বন্ধ হতে দেখতে চাই। আমরা কঠোর পরিশ্রম করছি। কিন্তু এ ধরনের সংঘাত আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে—এটা কেউই দেখতে চায় না।”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুদ্ধবিরতি অর্জনে ধীরগতিতে ক্ষুব্ধ ট্রাম্প।
তিনি এমন বৈঠকে অংশ নিতে চান না, যেখানে কেবল আলোচনা চলবে কিন্তু ফলাফল আসবে না। রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত -তবে ওয়াশিংটন প্রস্তাবিত শান্তিচুক্তিতে স্বাক্ষর না করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরও অসন্তুষ্টি প্রকাশ করেছেন ট্রাম্প। —রয়টার্স ও সিএনএন
এসআর
মন্তব্য করুন: