চীনে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি যাত্রীদের জন্য এখন থেকে
অনলাইনে ‘অ্যারাইভাল কার্ড’ পূরণ ও জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন (NIA) এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে জানিয়েছে।
সংস্থাটি জানায়, যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে।
এই অনলাইন ফর্ম NIA–এর সরকারি ওয়েবসাইট, তাদের ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম এবং “NIA 12367” মোবাইল অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে।
তবে কিছু যাত্রীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এর মধ্যে রয়েছে—
চায়না ফরেইন পার্মানেন্ট রেসিডেন্ট আইডি কার্ডধারীরা,
হংকং ও ম্যাকাওয়ের নন–চায়নিজ বাসিন্দাদের মেইনল্যান্ড ট্রাভেল পারমিটধারীরা,
গ্রুপ ভিসা বা গ্রুপ ভিসামুক্ত পর্যটক,
যারা ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দরের নির্ধারিত সীমার বাইরে যাচ্ছেন না এমন ট্রানজিট যাত্রী,
একই ক্রুজশিপে এসে একই পথে ফিরে যাওয়া ভ্রমণকারী,
বিদেশি পরিবহন–সংশ্লিষ্ট ক্রুরা।
NIA–র মতে, নিয়মটি কার্যকর হলে ইমিগ্রেশন কাউন্টারে চাপ কমবে এবং বিদেশিদের প্রবেশ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে।
এসআর
মন্তব্য করুন: