রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনঃপ্রতিষ্ঠার
চেষ্টা করছেন—ইউরোপীয় নেতাদের এমন অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে ক্রেমলিন। সংস্থাটির মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন ন্যাটোর সদস্যদেশগুলোর বিরুদ্ধে কোনো হামলার প্রস্তুতি নিচ্ছেন—এ ধরনের দাবি পুরোপুরি অসংগত। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
পুতিন, যিনি সোভিয়েত ইউনিয়নের যুগে জন্মগ্রহণ করেন, ২০০৫ সালে মন্তব্য করেছিলেন যে সোভিয়েত পতন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়। তার মতে, এই পতনের ফলে লক্ষ লক্ষ রুশ নাগরিক দারিদ্র্যের শিকার হন এবং দেশটি ছিন্নভিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে।
অন্যদিকে, পুতিনের সমালোচকদের অভিযোগ—রাশিয়া এখন এমন এক দমন-পীড়ন ও অযৌক্তিক আচরণের মিশ্রণে নিমজ্জিত, যা সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনীয়। তাদের মতে, ইউক্রেনে সাফল্য পেলে পুতিন ভবিষ্যতে ন্যাটোর ওপরও আক্রমণ করতে পারেন।
যদিও পুতিন বারবার পরিষ্কার করেছেন যে ন্যাটোতে আঘাত হানার কোনো পরিকল্পনা তার নেই। তার মতে, ন্যাটোর প্রচলিত সামরিক শক্তি রাশিয়ার তুলনায় বহু গুণ বেশি, তাই এমন সিদ্ধান্ত রাশিয়ার জন্য বোকামির শামিল হবে।
এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ দাবি করেছিলেন, পুতিন পুরোনো সোভিয়েত ভূখণ্ড পুনরুদ্ধার করতে চান এবং ইউরোপকে রাশিয়ার “স্পষ্ট উদ্দেশ্য”—যা তার মতে রুশ সরকারি নথিতে উল্লেখ আছে—সেই সম্ভাব্য ন্যাটো আক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।
এই মন্তব্যের জবাবে পেসকভ বলেন, মের্জের বক্তব্য ভুল এবং পুতিন কখনোই সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের কথা ভাবেননি, কারণ তা বাস্তবসম্মত নয়—এ কথা তিনি বহুবার বলেছেন। তিনি আরও বলেন, এ ধরনের আলোচনা সহযোগী দেশগুলোর প্রতি অসম্মানজনক, এবং মের্জ হয়তো বিষয়টি ঠিকভাবে জানেন না। ন্যাটো আক্রমণের অভিযোগ নিয়েও পেসকভ তা সম্পূর্ণ উদ্ভট বলে মন্তব্য করেন।
এসআর
মন্তব্য করুন: