[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ১১:২২ এএম

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত এলাকায় ৭ মাত্রার একটি

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির ঝুঁকিও নেই বলে নিশ্চিত করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪১ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের মধ্যবর্তী দূরবর্তী অঞ্চল। এটি আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, অনেক মানুষ শক্তিশালী কম্পন অনুভব করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর