ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো
তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নামতে চলেছেন ২০২৬ সালে। ক্লাব পর্যায়ে বহুবার মুখোমুখি হলেও বিশ্বকাপের মঞ্চে এখনও একবারও দেখা হয়নি এই দুই তারকার। তবে আসন্ন টুর্নামেন্টে সেই অপেক্ষার অবসান ঘটতে পারে—তাও সেমিফাইনালের আগেই।
ড্র অনুযায়ী আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়ার কয়েকটি সম্ভাব্য পথ তৈরি হয়েছে।
সম্ভাব্য মুখোমুখি হওয়ার তিনটি দৃশ্য:
১. কোয়ার্টার ফাইনাল – ১১ জুলাই, কানসাস সিটি
দুই দলই যদি নিজেদের গ্রুপে শীর্ষে থাকে এবং শেষ ৩২ ও শেষ ১৬ উতরে যায়, তাহলে এই ম্যাচে দেখা হতে পারে।
আর্জেন্টিনার গ্রুপ: আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
পর্তুগালের গ্রুপ: উজবেকিস্তান, কলম্বিয়া, ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ জয়ী (নিউ ক্যালেডোনিয়া/জ্যামাইকা/কঙ্গো)
২. শেষ ষোলো – ৬ জুলাই, ডালাস
দুই দলই যদি গ্রুপে রানার্সআপ হয় এবং পরবর্তী রাউন্ডে ওঠে, তাহলে এই অবস্থায় মুখোমুখি হবে।
৩. শেষ ষোলো – ৩ জুলাই, কানসাস সিটি
পর্তুগাল যদি গ্রুপে প্রথম হয় এবং আর্জেন্টিনা তৃতীয় স্থানে থেকে প্লে-অফে উঠে আসে, তাহলে এখানেও দুই দলের সরাসরি লড়াই হতে পারে।
২০০৬ সাল থেকে প্রতিটি বিশ্বকাপেই অংশ নেওয়া দুই সুপারস্টার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মুখোমুখি হওয়ার সবচেয়ে কাছে ছিলেন। কিন্তু উরুগুয়ে পর্তুগালকে বিদায় দেয় এবং আর্জেন্টিনা হেরে যায় ফ্রান্সের কাছে। এবার হয়তো সেই বহু প্রতীক্ষিত সংঘর্ষ বাস্তবেই দেখা যেতে পারে।
এসআর
মন্তব্য করুন: