দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে সলসভিল
এলাকায় ভোররাতে একটি হোস্টেলে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুসহ কয়েকজন কিশোরও রয়েছে। হামলায় আরও বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, তিনজন হামলাকারী হোস্টেলের ভেতরে অবৈধভাবে পরিচালিত একটি মদের আড্ডায় ঢুকে সেখানে থাকা লোকজনের ওপর নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু ঘটে।
পুলিশ বলছে, অবৈধ মদের আস্তানাগুলো দেশটিতে দীর্ঘদিন ধরে সহিংস ঘটনার বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। হামলার কারণ এখনো নিশ্চিত নয় এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি। সন্দেহভাজনদের ধরতে বিশেষ অভিযান চলছে।
এসআর
মন্তব্য করুন: