বিশ্বজুড়ে যুদ্ধ–সংঘাত কমিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করা হয়েছে।
বিশেষ এই অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পদক ও সনদ তুলে দেন।
ফিফার পক্ষ থেকে জানানো হয়, ফুটবল যেমন মানুষকে একত্রিত করে, ঠিক তেমনই আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগকে গুরুত্ব দিয়ে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে ইনফান্তিনো সনদের একটি অংশ পড়ে শোনান, যেখানে লেখা ছিল—
“বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর পক্ষ থেকে এ শান্তি পুরস্কার প্রদান করা হলো।”
পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা সবসময়ই তার রাজনৈতিক দর্শনের অন্যতম অঙ্গ, আর এই সম্মান তার জন্য ‘অত্যন্ত গর্বের’ বিষয়।
ফিফার ইতিহাসে শান্তি পুরস্কার এবারই প্রথম দেওয়া হলো। ক্রীড়াঙ্গনের সীমা পেরিয়ে যারা বৈশ্বিক শান্তি ও মানবিক বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন, তাঁদেরই এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।
এসআর
মন্তব্য করুন: