পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি জাহাজে যুক্তরাষ্ট্রের বাহিনী হামলা চালিয়েছে, যেখানে অন্তত চারজন
নিহত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের অভিযানে যুক্তরাষ্ট্র সমুদ্রে বিভিন্ন জাহাজ ও নৌযান লক্ষ্য করে ইতোমধ্যে ৮৭ জনকে হত্যা করেছে—যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে এর বৈধতা ও নৈতিকতা নিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে এক সন্দেহভাজন নৌকায় মার্কিন বাহিনীর হামলায় দুজন বেঁচে গেলেও পরে দ্বিতীয়বার আক্রমণ চালিয়ে তাদেরও হত্যা করা হয়। ঘটনার ভিডিও প্রকাশিত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সমালোচনার মুখে পড়েন।
মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড এক্স-এ (পূর্বের টুইটার) পোস্টে জানায়, সর্বশেষ অভিযানটি আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয় এবং লক্ষ্যবস্তু ছিল একটি জাহাজ, যা একটি তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, জাহাজটি অবৈধ মাদক বহন করে পরিচিত চোরাচালান পথ দিয়ে অতিক্রম করছিল।
সাউদার্ন কমান্ডের বিবৃতিতে বলা হয়, হামলায় চারজন “মাদক জঙ্গি” নিহত হয়েছে। সংস্থাটি একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে দ্রুতগতিতে ছুটে চলা বহু-ইঞ্জিনযুক্ত একটি নৌযানে আকাশ থেকে আঘাত হানার দৃশ্য দেখা যায়।
এসআর
মন্তব্য করুন: