ভারতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কলকাতার এক আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন বাংলাদেশের নাগরিক—আনোয়ার হোসেন ও জাহিরুল ইসলাম। অন্যরা হলেন মহম্মদ রুবেল, মহম্মদ শহিদুল ইসলাম এবং মাওলানা ইউসুফ শেখ।
২০১৬ সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গের বনগাঁ, বসিরহাটসহ বিভিন্ন এলাকা এবং আসাম থেকে তাদের গ্রেপ্তার করে। দীর্ঘ নয় বছর বিচারপ্রক্রিয়া চলার পর ৩ ডিসেম্বর বিচারক রোহন সিংহ রায় ঘোষণা করেন। অভিযুক্তরা আদালতে নিজেদের দোষ স্বীকারও করেছিলেন।
তদন্তে উঠে আসে, পাঁচ জঙ্গির মধ্যে তিনজন বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ ঘটনার সঙ্গে যুক্ত ছিল। বাংলাদেশি আনোয়ার ও জাহিরুল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে একাধিক হামলার পরিকল্পনা করছিল বলে তদন্তে জানা যায়। তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে দায়ের করা মামলাতেও দোষ প্রমাণিত হয়েছে।
মামলার শুনানিতে মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সব প্রমাণ পর্যালোচনার ভিত্তিতে আদালত পাঁচজনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা না দিলে অতিরিক্ত তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
এসআর
মন্তব্য করুন: