চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে শক্তিশালী ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটের দিকে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী এলাকায় কম্পনটি অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা অগভীর হওয়ায় ঝুঁকি বেশি থাকলেও তাৎক্ষণিক কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহতের তথ্য বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরও অঞ্চলটিতে পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এসআর
মন্তব্য করুন: