সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস সেন্টার গত আগস্টে
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতে এক জরিপ চালায়। চার দেশই কোয়াড জোটের সদস্য। জরিপে দেখা গেছে—এই দেশগুলোর বেশ বড় অংশের জনগণ মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলছেন।
অস্ট্রেলিয়ায় ৫৬%,
ভারতে ৫৪%,
জাপানে ৫৯%
উত্তরদাতা বলেছেন ট্রাম্পের নেতৃত্ব তাদের দেশের জন্য ক্ষতিকর।
মিত্রতা সম্পর্কে মতামতেও পরিবর্তন দেখা গেছে। অস্ট্রেলিয়ানদের মধ্যে মাত্র ৪২% মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট তাদের দেশকে নিরাপদ রেখেছে—যা ২০২৪ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অপরদিকে জাপানিদের ৪৭% এখনো মার্কিন জোটকে নিরাপত্তার উৎস হিসেবে দেখছেন। যদিও বেশিরভাগ মানুষই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষেই।
চীন নিয়ে দৃষ্টিভঙ্গি
জরিপে অংশ নেওয়া চার দেশের বেশিরভাগই চীনকে এশিয়ার জন্য নেতিবাচক শক্তি হিসেবে দেখছেন।
চীনের প্রতি নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন
অস্ট্রেলিয়া: ৪৮%
যুক্তরাষ্ট্র: ৪০%
জাপান: ৫৮%
ভারত: ৪৬%
জাপানি উত্তরদাতাদের ৫৯% মনে করেন চীনকে মোকাবেলা করতে তাদের দেশ যথেষ্ট শক্তিশালী নয়।
এসআর
মন্তব্য করুন: