[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে : ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ১০:০৮ এএম

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যকার

চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল ইতোমধ্যে চুক্তিটি ৫০০ বারের বেশি লঙ্ঘন করেছে, যার ফলে যুদ্ধবিরতির মাঝেও প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর ইসরায়েলের বিমান ও কামান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। ইসরায়েল দাবি করে যে তাদের সেনাদের ওপর কথিত হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাদের ওপর বিস্ফোরণের বিষয়টি নিয়ে ট্রাম্প বলেন,
“আজ একটি বিস্ফোরণ ঘটেছে—কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন, কেউ কেউ হয়তো মারা গেছেন। তবুও যুদ্ধবিরতি চলছে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসছে। সাধারণ মানুষ হয়তো তা বুঝতে পারে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই কার্যকর হবে।”

হামাসের কাছে বর্তমানে ইসরায়েলের মাত্র দুইজন জিম্মি রয়েছে—এদের একজন থাইল্যান্ডের নাগরিক। তাদের মুক্তি দেওয়ার পরই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাচ্ছে না।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তায় একটি কাঠামো নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপ কার্যকর হলে—

গাজায় একটি টেকনোক্র্যাট সরকার প্রশাসনিক দায়িত্ব নেবে,

আর নিরাপত্তার দায়িত্বে থাকবে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী, হামাস নয়।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর