[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ১:৫১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের দুই পরিবারকে বাংলাদেশে ঠেলে

পাঠানোর অভিযোগ ওঠার পর অবশেষে এদের একজন—গর্ভবতী সোনালী খাতুন ও তার আট বছর বয়সী ছেলেকে—ভারত ফেরত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

গত জুন মাসে দিল্লি থেকে তাদের আটক করে বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করা হয়েছিল। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও পুলিশ তাদের “অবৈধ বাংলাদেশি” দাবি করে। সোনালীর বাবা বধু শেখ বিষয়টি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট করেন, যেখানে আরেক পরিবারের সদস্যদেরও একইভাবে বাংলাদেশে পাঠানোর অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।

হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেলে দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়—এই ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব প্রমাণের সুযোগ দিতে হবে। বুধবার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সুরিয়া কান্ত ও বিচারপতি জয়মালা বাগচি বলেন, মানবিক ক্ষেত্রে আইনকে নমনীয় হতে হয়, বিশেষত যখন সংশ্লিষ্টরা নিজেদের ভারতীয় দাবি করেন।

সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মানবিক বিবেচনায় সোনালী ও তার সন্তান সাবিরকে ফের দেশে আনার সিদ্ধান্ত হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে—তাদের ওপর নজরদারি রাখা হবে এবং চলমান মামলার ওপর তারা কোনো প্রভাব ফেলতে পারবেন না।

এদিকে আদালত পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে, সোনালীকে যেন বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিচারপতি বাগচি আরও মন্তব্য করেন—যদি সোনালী বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে তার বাবা বধু শেখের সঙ্গে সম্পর্ক প্রমাণ করতে পারেন, তাহলে তার ভারতীয় নাগরিকত্ব অক্ষুণ্ণ থাকবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর