ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদ থেকে
সরে গিয়ে বিদেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে এক টেলিফোন আলাপে তিনি এ বার্তা দেন বলে জানা গেছে। তবে মাদুরো এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
রোববার ট্রাম্প নিশ্চিত করেন যে মাদুরোর সঙ্গে তার কথা হয়েছে। তবে আলাপের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বলতে তিনি রাজি হননি। দুই দেশই টেলিফোন কথোপকথন সম্পর্কিত তথ্য গোপন রেখেছে, তবে ধারণা করা হচ্ছে ২১ নভেম্বর এ আলোচনা হয়।
মিয়ামি হেরাল্ডের কাছে বিভিন্ন সূত্র দাবি করেছে, ট্রাম্প আলাপের সময় মাদুরোকে সতর্ক করে বলেন—নিজে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে এখনই পদত্যাগ করে দেশ ত্যাগ করা উচিত। কিন্তু মাদুরো তাতে রাজি নন; তিনি রাজনৈতিক ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিলেও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রাখতে চান বলে জানিয়েছেন।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে যে প্রথম কলটি আয়োজন করতে ভূমিকা রেখেছিল ব্রাজিল, কাতার এবং তুরস্ক। এরপর ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দিলে মাদুরো আবার কথা বলতে আগ্রহ দেখান, কিন্তু ট্রাম্প আর সাড়া দেননি।
গত সোমবার সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলার মানুষ কোনোভাবেই ‘নিপীড়িত জাতির শান্তি’ মেনে নেবে না। অন্যদিকে বিশ্লেষকদের মতে, ট্রাম্প মাদুরোকে পদ ছাড়ার আহ্বান জানালেও সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম।
এসআর
মন্তব্য করুন: