[email protected] মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ১০:১৮ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে অনিশ্চয়তা

তৈরি হয়েছে। কয়েক দিন ধরে তাকে কারাগারে মৃত বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ছে। কিন্তু এসব বিষয়ে সরকার বা কারা কর্তৃপক্ষ কোনো ধরনের স্পষ্ট তথ্য দিচ্ছে না। তার পরিবারও দীর্ঘদিন ধরে সাক্ষাতের অনুমতি না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

এই পরিস্থিতিতে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তার নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে পরিষ্কার তথ্যের দাবিতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ ডাকে। তবে সেই কর্মসূচি ঠেকাতে স্থানীয় প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে, যা কার্যত সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করে। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক আছেন।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমার ঘোষণায় বলা হয়েছে, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর আওতায়—

পাঁচ জনের বেশি মানুষের যেকোনো জমায়েত, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ

অস্ত্র, লাঠি, পেট্রোল বোমা বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন কোনো বস্তু বহন করা যাবে না

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারও অস্ত্র প্রদর্শন নিষেধ

ঘৃণামূলক বা উত্তেজনামূলক বক্তব্য দেওয়া যাবে না

পুলিশের বাধা অমান্য করে জনসমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণ ভাঙার চেষ্টা করা যাবে না

মোটরসাইকেলে পেছনে আরোহী বহন নিষেধ

মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না


সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর