সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবাসন, শ্রম ও
সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার অভিযোগে দেশজুড়ে পরিচালিত অভিযানে এক সপ্তাহে ২১ হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ২০–২৬ নভেম্বর অনুষ্ঠিত এই অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগেই সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে প্রায় ১৩ হাজার জন আবাসন আইন, চার হাজারের বেশি সীমান্ত নিরাপত্তা আইন, এবং তিন হাজারের বেশি শ্রম আইন ভঙ্গ করেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১,৬০০-র বেশি ব্যক্তিকে আটক করা হয়—যাদের বড় অংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।
বর্তমানে ৩০ হাজারের বেশি আটকপ্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে অনেকে নিজ নিজ দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানোর প্রস্তুতিতে আছেন; একাংশকে ইতোমধ্যেই দেশে পাঠানো হয়েছে।
একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করা কয়েকজনকেও ধরা হয়েছে এবং আইন ভাঙা প্রবাসীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে স্থানীয় ১৪ জনকেও আটক করা হয়েছে। সৌদিতে অবৈধ অনুপ্রবেশে সহায়তার শাস্তি কঠোর—১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এসআর
মন্তব্য করুন: