শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে ভারী বৃষ্টি ও ব্যাপক
ভূমিধসে দেশটির বহু অঞ্চল – বিশেষ করে রাজধানী কলম্বো এবং মধ্যাঞ্চল – তলিয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২০০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। কেলানি নদীর পানি বিপজ্জনকভাবে ফুলে উঠায় কলম্বোর উত্তরাঞ্চলেও বন্যার পানি ঢুকেছে।
পানি নামতে শুরু করায় ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র স্পষ্ট হচ্ছে— বহু ঘরবাড়ি, দোকানপাট ও অবকাঠামো বিধ্বস্ত। রক্ত সংগ্রহ কমে যাওয়ায় দেশটিতে রক্ত সংকট দেখা দিয়েছে। পাহাড়ি ঢাল ভিজে থাকার কারণে আরও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। ভারত ইতোমধ্যে ত্রাণসামগ্রী ও হেলিকপ্টার পাঠিয়েছে; পাকিস্তান ও জাপানও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস, ১ লাখ ৪৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে, এবং প্রায় ১০ লাখ মানুষ মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: