হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের
একটি আবাসিক ভবনে ভয়ংকর অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। গত বুধবার লাগা আগুন খুব অল্প সময়ের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আসতে এক দিনের বেশি সময় লেগেছে। শুক্রবার ভোরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ভেতরে আটকা পড়াদের খোঁজে উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধার হওয়া মৃতদের মধ্যে ৮৯ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের তালিকায় ফায়ার সার্ভিসের একজন কর্মীও রয়েছেন।
ঘটনায় ৭৯ জন আহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আগুন ভবনের নিচতলা থেকে শুরু হয় এবং দ্রুত ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের মূল কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তাপমাত্রা এক পর্যায়ে ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অতিমাত্রার উত্তাপে কিছু জায়গায় আগুন নেভার পরও পুনরায় দাহ্য হয়ে ওঠে।
আগুন নেভানোর অভিযানে প্রায় আড়াই হাজার কর্মী অংশ নেন। এর মধ্যে ১২ জন দগ্ধ হন। অভিযান পরিচালনায় ৩৯১টি অগ্নিনির্বাপক যান ও ১৮৮টি অ্যাম্বুলেন্স ব্যবহৃত হলেও হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়নি। কারণ আগুন ছিল ভবনের অভ্যন্তরে; আকাশপথ থেকে পানি ছিটালে কার্যকারিতা কম হতো বলে ব্যাখ্যা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: