পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের অবস্থান
ও স্বাস্থ্যের বিষয়ে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) উদ্বেগ প্রকাশ করেছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে তিনি পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারছেন না, যা দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। দুর্নীতির অভিযোগে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার দল অভিযোগ করছে, সেনাবাহিনী তাকে রাজনীতি থেকে দূরে রাখতে সাজানো মামলার মাধ্যমে আটক করেছে, যদিও সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।
পিটিআই নেতা বলেন, আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী সপ্তাহে অন্তত একবার বাইরের মানুষদের সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু প্রয়োজনে কারা কর্তৃপক্ষ এই অধিকার স্থগিত করতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে #WHEREISIMRANKHAN হ্যাশট্যাগ ট্রেন্ড করেছে।
আদিয়ালা কারাগারের এক কর্মকর্তা জানান, ইমরান খান সুস্থ আছেন এবং তাকে অন্য কোনো স্থানে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে জানেন না।
ইমরান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, ২০২২ সালে সেনার সঙ্গে সম্পর্কের অবনতির পর পার্লামেন্টে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। গ্রেপ্তারের পর তার দলের ওপর ব্যাপক দমন-পীড়ন ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এসআর
মন্তব্য করুন: