খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় বিশেষ অভিযান
চালিয়ে ২২ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর—আইএসপিআর—বলে জানিয়েছে, নিহতদের ‘ভারতের সমর্থিত খারেজি গোষ্ঠীর সদস্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ওই এলাকায় ভারতীয় প্রক্সি হিসেবে পরিচিত “ফিতনা আল-খারেজি” গোষ্ঠীর উপস্থিতির খবর পাওয়ার পর সামরিক অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়, যার ফলে ২২ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয় বলে সেনাবাহিনী দাবি করেছে।
এ ছাড়া এলাকা পুরোপুরি সুরক্ষিত করতে ও লুকিয়ে থাকা সদস্যদের চিহ্নিত করার জন্য ‘সার্চ অ্যান্ড ক্লিয়ার’ অপারেশন অব্যাহত আছে।
---
পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তানের প্রতিশোধের হুঁশিয়ারি
পাকিস্তানের নতুন করে পরিচালিত বিমান হামলার কড়া প্রতিক্রিয়া দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে খোস্ত প্রদেশে চালানো হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন মারা গেছে বলে দাবি করেছে আফগান তালেবান প্রশাসন। ইসলামাবাদ অবশ্য এই হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে।
গত অক্টোবর মাসে সীমান্ত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমলেও, দুই দেশের সম্পর্কে অস্থিরতা থেকেই যায়। সম্প্রতি পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর পাকিস্তান রাতের অন্ধকারে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায় বলে অভিযোগ এসেছে।
ঘটনার জবাবে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন,
“আমাদের আকাশসীমা, ভূখণ্ড এবং জনগণকে সুরক্ষা দেওয়া আমাদের ন্যায্য অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেওয়া হবে।”
এসআর
মন্তব্য করুন: