[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১:০১ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪৩।

সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়। অঞ্চলটি সৌদির মদিনা ও তাবুক প্রদেশের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। আগ্নেয়গিরির লাভা থেকে গঠিত হওয়ায় হাররাত আল-শাকা সৌদি আরবের অন্যতম পরিচিত আগ্নেয় ভূখণ্ড হিসেবেও পরিচিত।

একই দিনে পার্শ্ববর্তী দেশ ইরাকেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯, যা সৌদির ভূমিকম্পের তুলনায় বেশি শক্তিশালী বলে জানিয়েছে এসজিএস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর