[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশকে সৌদি আরবের ‘সুখবর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ২:২০ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন পেশাজীবীকে সৌদি আরবে প্রাতিষ্ঠানিকভাবে (জি-টু-জি) নিয়োগের জন্য নতুন একটি ফ্রেমওয়ার্কের প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি রিয়াদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিসবিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানায়। সরকারি নথির বরাত দিয়ে বাসস জানায়, ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাম্প্রতিক সরকারি সফরেই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবে এক হাজার ২০০ বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্সের সফল নিয়োগ প্রসঙ্গে সৌদি কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে।

বাংলাদেশ প্রতিনিধি দল নার্সদের কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও সেবার মান নিয়ে সৌদি পক্ষের মতামত জানতে চায় এবং প্রশিক্ষণ, ভাষাজ্ঞান ও সার্বিক প্রস্তুতি উন্নয়নের জন্য পরামর্শ চায়।

যোগ্য নার্সদের বেসরকারি খাতে নিয়োগ সহজ করতে বাংলাদেশ পক্ষ প্রোমেট্রিক পরীক্ষার বাধ্যবাধকতা শিথিল করার অনুরোধ জানায় এবং সৌদি সরকারি হাসপাতালের মতো একটি নিয়োগ মডেল গ্রহণের প্রস্তাব তুলে ধরে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর