মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ওই চিঠি পাঠানো হয়েছে।
১৭ নভেম্বর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই মামলায় রাজসাক্ষী ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ছয় অংশে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়টি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
রায়ে উল্লেখ করা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির ভিত্তিতে নির্বিচারে হত্যাকাণ্ডের দায় প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদানই ন্যায়বিচারের দাবি।
এ ছাড়া শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেন ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার সময় আবদুল্লাহ আল-মামুন আদালতে উপস্থিত থাকলেও অন্য দুই আসামি বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত বছরের ৫ আগস্ট আন্দোলনের মুখে দেশত্যাগের পর থেকেই তারা সেখানে রয়েছেন।
রায় ঘোষণার পর থেকেই তাদের দেশে ফিরিয়ে এনে সাজার কার্যকরতা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়টি আজ নিশ্চিত করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এসআর
মন্তব্য করুন: