[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৮:৪৯ পিএম

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা–সংক্রান্ত নিয়ম

ভঙ্গের অভিযোগে সাম্প্রতিক এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত সমন্বিত অভিযানে মোট ২২,০৯৪ জন প্রবাসীকে আটক করা হয়।
এদের মধ্যে—

১৩,৭৫০ জন আবাসন আইন লঙ্ঘনকারী

৪,৭৮১ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী

৩,৬২৪ জন শ্রম আইন ভঙ্গকারী


অভিযান চলাকালে ১,৮৬৭ জন ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়ে। আটক হওয়া এসব লোকের মধ্যে ৬৫% ইথিওপিয়ান, ৩৪% ইয়েমেনি এবং অবশিষ্ট ১% অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করায় ২৯ জন এবং আইনভঙ্গকারীদের সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে ৩২ জন সৌদি নিবাসী গ্রেপ্তার হয়।

বর্তমানে ৩০,০৫৫ জন বিদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২১,৫৮৬ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৪,৫৫৫ জনকে ফেরত পাঠানোর কার্যক্রম শেষ ধাপে রয়েছে। ইতোমধ্যে ১৪,২০৬ জনকে সৌদি আরব থেকে দেশে পাঠানো হয়েছে।

সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে সরকার বারবার সতর্ক করে আসছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার এই দেশে লাখ লাখ প্রবাসী শ্রমিক কাজ করলেও নিয়মিত ধরপাকড় এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের খবর স্থানীয় গণমাধ্যমে প্রায়ই প্রকাশিত হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর