ইরান দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী
খামেনিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে শত্রুপক্ষ। গোয়েন্দামন্ত্রী ঈসমাইল খাতিব জানিয়েছেন, খামেনির বিরুদ্ধে বিভিন্ন ধরনের হত্যা বা নাশকতার প্রচেষ্টা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে কোনো নির্দিষ্ট ষড়যন্ত্র চলছে কি না—তা তিনি স্পষ্ট করে বলেননি।
সম্প্রতি তেহরান বেশ কয়েকবার খামেনির নিরাপত্তা হুমকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছে। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের পর এই ধরনের বক্তব্য আরও ঘন ঘন শোনা যাচ্ছে। এর আগে এ ধরনের সতর্কতা খুব কমই প্রকাশ্যে জানানো হতো।
খাতিব বলেন, সুপ্রিম নেতার ক্ষতির উদ্দেশ্যে যারা কাজ করে—জেনে বা অজান্তে—তারা মূলত শত্রুর হয়ে গুপ্তহত্যার কাজে অংশ নেয়। ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তাদের থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানীদের পর্যন্ত লক্ষ্য করে আঘাত হানে। এরপর যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালায়।
যুদ্ধ চলাকালীন খামেনিকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাতে চেয়েছিল বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল, যদিও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প reportedly সেই পরিকল্পনায় বাধা দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনা অস্বীকার করলেও দাবি করেছিলেন—খামেনির মৃত্যু হলে সংঘাত থেমে যেতে পারে। অন্যদিকে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে খামেনিকে হত্যা করা তাদের জন্য কঠিন নয়, তবে বর্তমান পরিস্থিতিতে তারা সে পথে যাবে না।
এসআর
মন্তব্য করুন: