টাইটানিক দুর্ঘটনায় প্রাণ হারানো ধনী যাত্রীদের একজন ইসিডর
স্ট্রাউসের মরদেহ থেকে উদ্ধার করা একটি ১৮ ক্যারেট স্বর্ণের পকেট ঘড়ি যুক্তরাজ্যে নিলামে চমকপ্রদ দামে বিক্রি হয়েছে। ঘড়িটির দাম উঠেছে প্রায় ১৭ লাখ ৮০ হাজার পাউন্ড—বাংলাদেশি টাকায় যা সাড়ে ২৮ কোটি টাকারও বেশি। টাইটানিক–সংক্রান্ত কোনো সামগ্রী এত বেশি দামে বিক্রি হওয়ার ঘটনা এটিই প্রথম।
১৯১২ সালে সাউদ্যাম্পটন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে টাইটানিক ডুবে গেলে ইসিডর স্ট্রাউস ও তার স্ত্রী আইডা প্রাণ হারান। দুর্ঘটনার কয়েক দিন পর ইসিডরের দেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়, আর তার সঙ্গে পাওয়া যায় এই জুলেস জারগেনসেন ব্র্যান্ডের ঘড়িটি। চার প্রজন্ম ধরে পরিবারের হাতে থাকার পর অবশেষে এটি ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরে একটি নিলাম ঘরে বিক্রি হয়।
ইসিডর স্ট্রাউস ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নিউইয়র্কের বিখ্যাত মেসিজ ডিপার্টমেন্ট স্টোরের সহ-মালিক। টাইটানিক ডোবার রাতে তার স্ত্রীকে নিরাপদে লাইফবোটে ওঠার প্রস্তাব দেওয়া হলেও আইডা স্বামীকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান এবং শেষ পর্যন্ত স্বামীর সঙ্গেই মৃত্যুবরণ করেন। পরে তার দেহ আর খুঁজে পাওয়া যায়নি।
নিলামে ওই ঘড়ির পাশাপাশি টাইটানিকের লেটারহেডে লেখা আইডা স্ট্রাউসের একটি চিঠি, যাত্রী তালিকা ও আরএমএস কারপাথিয়ার নাবিকদের দেওয়া স্মারক স্বর্ণপদকসহ আরও বেশ কিছু ঐতিহাসিক সামগ্রী বিক্রি হয়। সব মিলিয়ে নিলাম থেকে প্রায় ৩০ লাখ পাউন্ড আয় করা হয়েছে।
নিলাম কর্তৃপক্ষের মতে, এত বছর পরও টাইটানিককে ঘিরে মানুষের আগ্রহ কমেনি। আর স্ট্রাউস দম্পতির অটুট সম্পর্ক—যা ট্র্যাজেডির মধ্যেও ভালোবাসার প্রতীক হয়ে আছে—এই রেকর্ডমূল্যের মাধ্যমে আবারও স্মরণ করা হলো।
এসআর
মন্তব্য করুন: