[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ৬:৪৭ পিএম

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে গ্রেপ্তার

করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা ও রাজনৈতিক অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে আদালত সম্প্রতি তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন। কয়েকদিনের মধ্যেই দণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ায় নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দেশটির কেন্দ্রীয় পুলিশের বিবৃতিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের আবেদনের পর পুলিশ তার নামে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করে, যা পরবর্তীতে অনুমোদন করা হয়।

সিএনএনের সূত্রমতে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোর আয়োজন করা এক সমাবেশ তার বাসভবনের সামনে অনুষ্ঠিত হওয়ার পরই নতুন করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়।

২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর বলসোনারো ক্ষমতা ধরে রাখতে নানা পদক্ষেপ নেন। সেই অভ্যুত্থানচেষ্টা, সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা এবং গণতান্ত্রিক কাঠামো ভাঙার প্রয়াসের অভিযোগে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের মধ্যে চারজন তার বিরুদ্ধে রায় দেন।

২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে হামলার ঘটনায়ও তিনি দায়ী হিসেবে চিহ্নিত হন। তবে বলসোনারো অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর