নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ের পর জোহরান মামদানিকে
নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, মেয়র হিসেবে মামদানি দায়িত্ব পালন করে শহরের জন্য ভালো কাজ করতে পারবেন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প ও মামদানির মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ট্রাম্প জানান, “মামদানি সম্পর্কে আমার আগের ধারণা বদলেছে। এখন আমি বিশ্বাস করি, তিনি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করবেন। তার কাজকর্ম অনেক রক্ষণশীলকেও বিস্মিত করতে পারে।”
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। আগামী ১ জানুয়ারি তিনি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন। মাত্র ৩৪ বছর বয়সে তিনি হবেন শহরের ইতিহাসে সবচেয়ে তরুণ ও প্রথম মুসলিম মেয়র।
নির্বাচনী প্রচারের সময় মামদানিকে ঠেকাতে ট্রাম্প প্রশাসন ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল। ট্রাম্প তাকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলে সমালোচনা করেন এবং ইঙ্গিত দিয়েছিলেন যে মামদানি জিতলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেওয়া হতে পারে। মার্কিন মাধ্যম এক্সিওস জানিয়েছে—মামদানির বিরুদ্ধে প্রচারে রিপাবলিকান পার্টি ও ট্রাম্প শিবির প্রায় ২৪০ কোটি ডলার ব্যয় করে।
তবে শুক্রবারের বৈঠকের পর পরিস্থিতির পরিবর্তন দেখা যায়। ট্রাম্প বলেন, “যে বিষয়গুলো নিয়ে ভিন্নমত হবে ভেবেছিলাম, সেগুলোতে আমরা আশাতীতভাবে একমত হয়েছি। আমাদের দু’জনেরই নিউইয়র্ক শহরকে নিয়ে ভালোবাসা আছে এবং শহরের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”
বৈঠক শেষে মামদানি জানান, “আমরা নিউইয়র্ক সিটি ও এখানকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। পুরো বৈঠকটি ছিল শ্রদ্ধাপূর্ণ, আন্তরিক এবং ফলপ্রসূ।”
এসআর
মন্তব্য করুন: