রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে ২৮ দফার যে সম্ভাব্য যুদ্ধবিরতি
পরিকল্পনা সম্প্রতি ফাঁস হয়েছে, সেটি এর আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে পৌঁছেছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই পরিকল্পনা গ্রহণের ব্যাপারে জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।
ট্রাম্পের হুঁশিয়ারি—এই সময়ের মধ্যে ইউক্রেন যদি পরিকল্পনাটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া না জানায়, তাহলে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেবে। একই সঙ্গে ওয়াশিংটনের সামরিক, আর্থিক ও গোয়েন্দা সহায়তাও বন্ধ হয়ে যাবে।
ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
“আমি এর আগেও বিভিন্ন বিষয়ে সময়সীমা বেঁধে দিয়েছি। প্রয়োজনে তা বাড়ানোও যায়। তবে ইউক্রেনের মতামত জানাতে ২৭ নভেম্বর সময় ঠিক করেছি—না কম, না বেশি।”
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন,
“প্রস্তাবে এমন বিষয় আছে যেগুলো আগে জেলেনস্কি মানতে চাননি। কিন্তু এবার তাকে তা মানতেই হবে। যদি না চান—তাহলে যুক্তরাষ্ট্র এতে আর থাকবে না, তারা চাইলে যুদ্ধ চালিয়ে যেতে পারে।”
ট্রাম্প স্মরণ করিয়ে দেন যে, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে তার প্রথম বৈঠকের পরিবেশও খুব ইতিবাচক ছিল না। তিনি বলেন,
“আমি তখনই তাকে বলেছিলাম—আপনার হাতে কোনো শক্ত কার্ড নেই।”
এসআর
মন্তব্য করুন: