[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

হয় আত্মমর্যাদা নয় যুক্তরাষ্ট্র, কোনটি ছাড়বেন জেলেনস্কি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১১:১৮ এএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রে তৈরি একটি

প্রস্তাব জনসমক্ষে আসার পর ওয়াশিংটনের সমর্থন হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশটি এখন এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি— একদিকে জাতীয় সম্মান অক্ষুণ্ন রাখা, অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রকে ধরে রাখা। জেলেনস্কির ভাষায়, “আজকের মুহূর্তটি আমাদের ইতিহাসের কঠিন সময়গুলোর একটি।”

ফাঁস হওয়া তথাকথিত মার্কিন শান্তি-পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা কিয়েভ আগে থেকেই প্রত্যাখ্যান করে এসেছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে—

রাশিয়ার দখলে থাকা পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলো কার্যত ছেড়ে দেওয়া,

ইউক্রেনের সামরিক বাহিনী বড় মাত্রায় সংকুচিত করা,

এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি।


এ বিষয়ে ক্রেমলিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো প্রস্তাবটি পেয়েছে, তবে বিস্তারিত আলোচনায় তারা এখনো যায়নি। তিনি দাবি করেন, রাশিয়া প্রয়োজন হলে নমনীয়তা দেখাতে প্রস্তুত, তবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যও তারা সমানভাবে প্রস্তুত।

দিনের পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, এই পরিকল্পনা জেলেনস্কির গ্রহণ করা ছাড়া উপায় নেই; নয়তো দুই দেশের মধ্যে যুদ্ধ আরও দীর্ঘ হবে।

ইউক্রেন যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে রাশিয়ার আকাশ হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের প্রদত্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর