ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রাজিলের বেলেম শহরে সম্মেলনস্থলের কয়েকটি প্যাভিলিয়নে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তেই করিডরজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত অংশগ্রহণকারীরা বাইরে ছুটে যান।
গত সপ্তাহে অ্যামাজন অঞ্চলে কপ৩০ শুরু হওয়ার পর এটি তৃতীয় বড় ঘটনা। এর আগে দু'বার আদিবাসী বিক্ষোভকারীদের প্রবেশ ও অবরোধের কারণে সম্মেলনস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
সম্মেলনের আয়োজক ব্রাজিল সরকার ও জাতিসংঘ জলবায়ু পরিবর্তন দপ্তর এক যৌথ বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনীর দ্রুত তৎপরতায় মাত্র ৬ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনার পরপরই দমকল ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছায়। বিশাল তাঁবু ও স্থায়ী কাঠামো থেকে তীব্র ধোঁয়া বের হতে থাকে, যেখানে দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে হাজারো কূটনীতিক, সাংবাদিক ও জলবায়ু কর্মী উপস্থিত ছিলেন।
ব্রাজিল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, আর ২ জন আতঙ্কে আক্রান্ত হয়েছেন।
এসআর
মন্তব্য করুন: