[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

অভিবাসন অপরাধ

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ বিদেশি আটক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ৮:০৭ এএম

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির পর্যটনকেন্দ্র ক্যামেরুন

হাইল্যান্ডে ব্যাপক অভিযানে ১৭৪ জন বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে। সবুজ চা বাগান ও সবজি খামারের জন্য পরিচিত এই অঞ্চলের বিভিন্ন খামার, নির্মাণস্থল ও বাণিজ্যিক এলাকায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এতে ইমিগ্রেশনের ৫৪৭ সদস্য অংশ নেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামা জানায়, অভিযান চলাকালে দেখা যায়—অনেক বিদেশি শ্রমিক সবজি প্যাকেজিং কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ অভিযানে তারা পালানোর সুযোগও পাননি।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় এক মাস আগে এই অভিযান পরিকল্পনা করা হয়। গোয়েন্দা তথ্যেও নিশ্চিত হওয়া যায় যে, পার্বত্য এই এলাকাটি ধীরে ধীরে বিদেশি শ্রমিকদের কার্যক্রমের ঘাঁটিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি অঞ্চলে বিপুল সংখ্যক বিদেশির আগমন স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এলাকা শহর থেকে দূরে হওয়ায় শ্রমিকরা সাধারণত রিসোর্ট এলাকায় বাস করেন এবং স্থানীয় ব্যবসায়ীরাও কৃষিকাজে তাদের নিয়োগ দিয়ে থাকে।

অভিযানে মোট ১,৮৮৬ জন বিদেশিকে যাচাই করা হয়, যার মধ্যে বিভিন্ন অপরাধ—মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথিপত্র না থাকা এবং সন্দেহজনক অস্থায়ী ওয়ার্ক ভিসা প্রদর্শনের অভিযোগে ৪৬৮ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে—

মিয়ানমার: ১৭৫

বাংলাদেশ: ১৭৪

ইন্দোনেশিয়া: ৬৭

নেপাল: ২০

পাকিস্তান: ১৬

ভারত: ১১

ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়া: দেশপ্রতি ১ জন


আটকদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ নারী ও চার শিশু রয়েছে। বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হবে।

ইমিগ্রেশন বিভাগের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে সারাদেশে মোট ৮৩,৯৯৪ জন অনিয়মিত বিদেশিকে আটক করা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর