[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

দুবাইয়ে জমকালো আয়োজনে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক এয়ার শো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৭:০৭ এএম

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে চলছে

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক এয়ার শো। পাঁচ দিনব্যাপী এই আয়োজন শুরু হয়েছে গত সোমবার (১৭ নভেম্বর) এবং শেষ হবে আগামী শুক্রবার (২১ নভেম্বর)। ১৯৮৯ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়ার পর এবার অনুষ্ঠিত হচ্ছে এর ১৯তম প্রদর্শনী।

দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের বিস্তীর্ণ প্রাঙ্গণে চলমান এ আয়োজনে অংশ নিয়েছে দেড় হাজারেরও বেশি বৈশ্বিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদলসহ প্রায় দেড় লাখ দর্শনার্থী, উদ্যোক্তা ও এভিয়েশন বিশেষজ্ঞ এখানে জড়ো হয়েছেন। ১১৫ দেশের ৪৯০টির বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারের আসরে।

প্রদর্শনীতে এবার ২১টি দেশ নিজস্ব প্যাভিলিয়ন স্থাপন করেছে। বিশেষভাবে নজর কেড়েছে প্রথমবারের মতো অংশ নেওয়া মরক্কো। এছাড়া রয়েছে ৯৮টি বড় কর্পোরেট প্রতিষ্ঠান, প্রায় ১২০টি নতুন উদ্ভাবনী প্রকল্প এবং অর্ধ শতাধিক বিনিয়োগকারী — সব মিলিয়ে এভিয়েশন বিশ্বের এক ব্যস্ততম মিলনস্থলে পরিণত হয়েছে দুবাই।

এয়ার শোতে উপস্থিত হয়েছেন এয়ারবাস ও বোয়িংসহ শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। ফ্লাই দুবাই ঘোষণা দিয়েছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিস্তার পরিকল্পনা—১৫০টি নতুন এয়ারবাস কেনার সিদ্ধান্ত। অন্যদিকে এমিরেটস জানিয়েছে, তারা বহরে যুক্ত করছে আরও ৬৫টি বোয়িং ৭৭৭ সিরিজের বিমান, যার মোট ব্যয় প্রায় ৩৮ বিলিয়ন ডলার।

সামরিক ও বেসামরিক উভয় খাতের জন্য অত্যাধুনিক আকাশযানের প্রদর্শনীতে নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আকর্ষণীয় নকশার বিমান, হেলিকপ্টার, ড্রোন, আকাশট্যাক্সি এবং উড়ুক্কু স্কুটার দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। এসবের সমন্বয়ে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত দুবাই এখন বিশ্ব এভিয়েশনের এক প্রাণবন্ত কেন্দ্র হয়ে উঠেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর