[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ৮:৩০ পিএম

সংগৃহীত ছবি

দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে দিল্লি সফরকালে তিনি তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদলসহ এই বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ হাইকমিশন বুধবার সন্ধ্যায় তাদের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জানায়, বৈঠকে সিএসসির চলমান কার্যক্রম ছাড়াও বাংলাদেশ–ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সিএসসির সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমান মঙ্গলবার দিল্লিতে পৌঁছান। আগামী বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তিনি অংশ নেবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর