সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ
বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তারা গণমাধ্যমের সামনে যৌথভাবে বক্তব্য দেন।
এই সময় এক সাংবাদিক ২০১৮ সালে নিহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি বিষয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নটি শুনে ট্রাম্প দৃশ্যত বিরক্ত হন। তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, “আমাদের অতিথিকে এমন বিব্রতকর প্রশ্ন করার কী প্রয়োজন ছিল?”
২০১৮ সালে তুরস্কে সৌদি দূতাবাসের ভেতরে খাসোগি হত্যাকাণ্ড ঘটে। আন্তর্জাতিক তদন্তে উঠে আসে যে, সৌদি আরব থেকে পাঠানো একটি বিশেষ দল ওই হত্যাকাণ্ডে অংশ নেয় এবং পরে তার মরদেহের বড় অংশ ধ্বংস করে ফেলা হয়। বহু প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ সালমানের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, “যুবরাজ এ বিষয়ে কিছুই জানতেন না। আপনি তাকে পছন্দ করুন আর না করুন, অনেক সময় নানা ঘটনা ঘটে যায়।” তিনি আরও অভিযোগ করেন যে, সাংবাদিকের প্রশ্নটি অপ্রয়োজনীয় ছিল এবং যুবরাজকে বিব্রত করতেই তা করা হয়েছে।
ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা তথ্যের সঙ্গে মেলে না। ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল—খাসোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন স্বয়ং যুবরাজ সালমান।
এ সফর চলাকালে যুবরাজ সালমান যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেন।
এসআর
মন্তব্য করুন: