[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ৮:৩৮ এএম

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনা করেছে সৌদি

আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সৌদিদের বর্তমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমবিএস বলেন, “আমরা আশা করছি আজ কিংবা আগামীকাল জানাতে পারবো যে, যুক্তরাষ্ট্রে আমাদের মোট বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা হবে।”

তিনি আরো জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক নতুন চুক্তি স্বাক্ষরিত হবে, যা বড় ধরনের বিনিয়োগ সম্ভাবনা তৈরি করবে।

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা অবাক হয়ে বলেন, “মানে ৬০০ বিলিয়ন ডলার বাড়িয়ে সরাসরি ১ ট্রিলিয়ন?” জবাবে এমবিএস নিশ্চিত করেন, “হ্যাঁ, আজকের চুক্তিগুলোই সেই বৃদ্ধির পথ তৈরি করবে।”

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সৌদি আরবের ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মজা করে আরও যোগ করেন, “যেহেতু তিনি (এমবিএস) আমার বন্ধু, তাই হয়তো এই অঙ্কটা আরও বেড়ে ১ ট্রিলিয়ন হতে পারে— যদিও একটু চেষ্টা করতে হবে।”

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার আল সউদ এই বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য “একটি গুরুত্বপূর্ণ মাইলফলক” বলে মন্তব্য করেন।

তিনি জানান, বৈঠকে বেশ কয়েকটি বড় দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, যদিও সেগুলোর বিস্তারিত তিনি প্রকাশ করেননি। তার মতে, এসব চুক্তি দুই দেশের বিনিয়োগ বাড়াবে, কর্মসংস্থান তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর