[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রতি আউন্স স্বর্ণে ৪০ ডলারের বেশি ছাড়—তবুও কেন নেই ক্রেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে রেকর্ডমূল্যের প্রভাবে এশিয়ার স্বর্ণবাজারে কমছে ভৌত স্বর্ণ (বার, কয়েন ও গহনা) কেনাবেচা।

প্রতি আউন্স স্বর্ণে ৪০ ডলারের বেশি ছাড় দিলেও ক্রেতারা কিনতে আগ্রহী হচ্ছেন না—এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

ভারতের স্বর্ণব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ বিক্রিতে সর্বোচ্চ ৪৩ ডলার পর্যন্ত ছাড় দিতে হয়েছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগের সপ্তাহে সর্বোচ্চ ছাড় ছিল মাত্র ১৪ ডলার। বর্তমান দামে ৬% আমদানি শুল্ক ও ৩% বিক্রয় কর অন্তর্ভুক্ত রয়েছে। ভারতে ক্রয়দর কমে যাওয়াই এশীয় বাজারের সামগ্রিক চাহিদা হ্রাসের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

চীনেও একই প্রবণতা। দেশটিতে স্বর্ণ লেনদেন হয়েছে প্রতি আউন্সে ৮ ডলার ছাড় থেকে ৪ ডলার অতিরিক্ত মূল্য সংযোজনের মধ্যে।
এমকেএস পিএএমপির বৃহত্তর চীন অঞ্চলের পরিচালক বার্নার্ড সিন বলেন—
“ক্রেতারা রেকর্ড মূল্যের কারণে স্বর্ণ কেনা স্থগিত রেখেছেন। দাম কমলেই বাজারে চাহিদা আবার বাড়বে।”

সিঙ্গাপুরে স্বর্ণে লেনদেন হয়েছে প্রতি আউন্সে ১.৫০–৩.৫০ ডলার প্রিমিয়ামে, হংকংয়ে ৫০ সেন্ট থেকে ২.৫০ ডলার প্রিমিয়ামে, আর জাপানে স্পট দামের সমান অথবা সর্বোচ্চ ৫০ সেন্ট প্রিমিয়ামে।

উচ্চমূল্য, মুদ্রাস্ফীতি এবং সতর্ক বিনিয়োগ মনোভাবের কারণে এশিয়ার বড় বড় বাজারে স্বর্ণের ভৌত চাহিদা এখনও কম—যদিও বিক্রেতারা আগের তুলনায় বেশি ছাড় দিতেই বাধ্য হচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর