জুলাই–আগস্টের সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই প্রতিবেশী দেশ ভারত তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে—এমনটাই জানানো হয়েছে আনুষ্ঠানিক বিবৃতিতে।
সোমবার (১৭ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে,
“বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত। নিকটতম প্রতিবেশী হিসেবে আমরা সবসময় বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার পক্ষে। এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাব।”
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন।
এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর রাজসাক্ষী হিসেবে সত্য উদ্ঘাটনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর দক্ষিণ এশিয়ার কূটনীতিক মহলে নতুন আলোচনার জন্ম নিয়েছে, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় ভারতের ভূমিকা এবং সম্ভাব্য পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নিয়ে।
এসআর
মন্তব্য করুন: