[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

ওমরাহ করতে গিয়ে ভারতের তিন প্রজন্মের সবাই নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৬:৫০ পিএম

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় ওমরাহ

পালন করতে যাওয়া ভারতের ৪২ জন নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ১৮ সদস্য থাকায় পুরো পরিবারটি একসঙ্গে নিঃশেষ হয়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

পরিবারটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিল এবং আসন্ন শনিবার তাদের দেশে ফেরার কথা ছিল। নিহতদের এক আত্মীয় মোহাম্মদ আসিফ জানান, তার আত্মীয়ের পরিবার—স্বামী, স্ত্রী, তাদের ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিরা—ওমরাহ সম্পন্ন করে মদিনায় ফিরছিলেন। রাত দেড়টার দিকে তাদের বহনকারী যানটি দুর্ঘটনায় পড়ে এবং আগুনে পুড়ে যায়। তিনি বলেন, “সবাই ধ্বংস হয়ে গেছে। নয়জন প্রাপ্তবয়স্ক এবং নয়জন শিশু মারা গেছে।”

দুর্ঘটনাটি ঘটে রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মক্কা–মদিনা মহাসড়কের মুহরাস (বা মুফরিহাত) এলাকায়, যা মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে। জানা গেছে, দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। সোমবার তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষকে দ্রুত নিহতদের পরিচয় যাচাই এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। প্রয়োজনে দ্রুত সৌদি আরবে সহায়তা পাঠাতে রাজ্য সরকার প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর