[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

আজীবন সম্মাননায় অস্কার জিতলেন টম ক্রুজ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৬:৪২ পিএম

হলিউডের বাণিজ্যিক সাফল্য ও জনপ্রিয়তার শীর্ষে থাকা টম ক্রুজ

অবশেষে হাতে পেলেন তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। প্রায় তিন দশক ধরে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে নিজেকে অ্যাকশন তারকা হিসেবে প্রতিষ্ঠা করা এই অভিনেতাকে অনেকেই শেষ মহান মুভি তারকা হিসেবে অভিহিত করেন।

চার দফা অস্কারে মনোনীত হলেও প্রতিযোগিতামূলক বিভাগে কখনো জয় পাননি তিনি। এবার সেই অপূর্ণতা কাটল। ৬৩ বছর বয়সী ক্রুজকে গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে, যা অস্কারের একটি বিশেষ সম্মানসূচক স্বীকৃতি হিসেবে পরিচিত।

পুরস্কারটি টম ক্রুজের হাতে তুলে দেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। ট্রফিটি অনেকেই অনানুষ্ঠানিকভাবে ‘গোল্ডেন বাল্ডি’ নামে ডাকেন। ট্রফি প্রদানকালে ইনারিতু বলেন, “হয়তো এটাই তার প্রথম অস্কার, তবে আমার বিশ্বাস—এটি শেষ নয়।”

দীর্ঘ ক্যারিয়ারে ক্রুজ বেশ কয়েকবার অস্কারের দৌড়ে ছিলেন। অভিনেতা হিসেবে তার মনোনয়ন এসেছিল ১৯৮৯ সালের বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই, ১৯৯৬ সালের জেরি ম্যাগুয়ার এবং ১৯৯৯ সালের ম্যাগনোলিয়া চলচ্চিত্রের জন্য।

এ ছাড়া ২০২২ সালের জনপ্রিয় সিনেমা টপ গান: ম্যাভেরিক-এর প্রযোজক হিসেবেও তিনি মনোনীত হন। এবার সম্মাননামূলক এই অস্কার পাওয়ার মধ্য দিয়ে তিনি যুক্ত হলেন হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ এক অর্জনে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর