[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৩:২২ পিএম

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে

কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক ‘অপারেশন সিন্দুর’ ছিল শুধু একটি ক্ষুদ্র ঝলক, আর ভবিষ্যতে পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানকে প্রতিবেশী দেশের প্রতি দায়িত্বশীল আচরণ কেমন হওয়া উচিত— তা বুঝিয়ে দেওয়া হবে।

সোমবার নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়ালগস’-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ভারতের সশস্ত্র বাহিনীর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তিন বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ই অপারেশন সিন্দুর সফল করেছে। ৮৮ ঘণ্টায় সম্পন্ন এই অভিযানের অভিজ্ঞতা থেকে ভারত তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে—
১) বাহিনীগুলোর মধ্যে সুদৃঢ় সমন্বয়,
২) দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদের প্রস্তুতি,
৩) কমান্ড চেইনের সব স্তরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।

তিনি আরো বলেন, আধুনিক যুদ্ধ এখন বহুমাত্রিক, তাই সেনাবাহিনী একা কোনো লড়াই পরিচালনা করতে পারে না; নৌবাহিনী, বিমানবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ প্রয়াস প্রয়োজন।

জেনারেল দ্বিবেদীর মতে, পরবর্তী সংঘাত কতদিন চলবে তা অনুমান করা কঠিন— হতে পারে কয়েক ঘণ্টা, আবার কয়েক মাস বা বছরও লাগতে পারে। তাই খাদ্য, গোলাবারুদসহ সব ধরনের রসদ দীর্ঘমেয়াদে মজুদ রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

তিনি অভিযোগ করেন, পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ ভারতের জন্য এখনো বড় উদ্বেগের বিষয়। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার প্রক্রিয়া ও সন্ত্রাস— এই দুই একসঙ্গে চলতে পারে না। শান্তির পরিবেশ তৈরি হলে ভারত সহযোগিতা করবে, আর তা না হলে সন্ত্রাসী ও তাদের সমর্থকদের একইভাবে জবাব দেওয়া হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর