[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে কর্মসূচির ঘোষণা আমিরাতের, নিবন্ধন শুরু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১০:৪২ এএম

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার তরুণদের সহযোগিতা

ও বিপর্যস্ত পরিবারগুলোর দায়িত্ব হালকা করতে সংযুক্ত আরব আমিরাত একটি বিশেষ গণবিবাহ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে। আমিরাতের জাতীয় দিবসকে সামনে রেখে আগামী ২ ডিসেম্বর গাজায় এই গণবিয়ে সম্পন্ন হবে।

নতুন এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘দ্য ড্রেস অব জয়’ বা ‘আনন্দের পোশাক’। ১৬ নভেম্বর প্রকাশিত আমিরাত সরকারের এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় দিবস উপলক্ষে গাজায় একসঙ্গে ৫৪টি বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ের সমস্ত আয়োজন, খরচ এবং নবদম্পতিদের আর্থিক সহায়তা—সবই বহন করবে আমিরাত সরকার।

রোববার থেকে ‘আনন্দের পোশাক’ কর্মসূচির জন্য নিবন্ধন শুরু হয়েছে। এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে—

শর্তাবলি:

ক) বর-কনেকে অবশ্যই কমপক্ষে ২৭ বছর বয়সী, অবিবাহিত এবং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিবাহের উপযোগী হতে হবে।
খ) আবেদনকারীকে অবশ্যই ফিলিস্তিনের নাগরিক ও গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে।
গ) সরকারি দপ্তরে কর্মরত কেউ এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন না। দরিদ্র পরিবার বা যুদ্ধে সর্বস্ব হারানো পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঘ) প্রার্থীদের ‘অপারেশন আল ফারিস আল শাম ৩’ বা ‘অপারেশন গ্যালান্ট নাইট ৩’-এর নিয়মনীতি অনুসরণ করতে হবে—যা আমিরাত ২০২৩ সালের নভেম্বরে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য চালু করেছিল।
ঙ) নির্বাচিত প্রার্থীদের গণবিয়ে প্রকল্প সংশ্লিষ্ট সব দাপ্তরিক ও মিডিয়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

রোববার শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা আবেদন করতে পারবেন এই লিংকে—
https://aid.alfaresalshahm.com/sso/login

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর