[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

পারমাণবিক ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র, বলছে ইরান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৭:৫৮ পিএম

ওয়াশিংটনের বর্তমান অবস্থান বিবেচনা করলে মনে হয়, যুক্তরাষ্ট্র

এখনো ইরানের সঙ্গে “সমান ও ন্যায্য” আলোচনায় বসার মানসিকতায় নেই। রবিবার এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা আবার শুরু হতে পারে। এর আগে জুন মাসে ইসরায়েলের ইরান আক্রমণের পর বিষয়টি নিয়ে সংলাপ নতুন করে শুরু করার উদ্যোগ ব্যর্থ হয়। সেই হামলায় যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে সহায়তা করেছিল বলে দাবি তেহরানের। ভূগর্ভে থাকা তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগও তোলে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র, ইউরোপের কয়েকটি মিত্র দেশ ও ইসরায়েলের মতে—ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অতীতেও দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন প্রশ্নে মতবিরোধ তৈরি হওয়ায় আলোচনায় অগ্রগতি হয়নি। বিশেষ করে ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।

তেহরানে “আন্তর্জাতিক আইন আক্রান্ত” শীর্ষক এক অনুষ্ঠানে আরাঘচি বলেন, যুদ্ধক্ষেত্রে যে লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, আলোচনার টেবিলে সেটি পাওয়ার আশা করাটাও অবাস্তব। ইরান সবসময় কূটনীতির জন্য প্রস্তুত—তবে চাপিয়ে দেওয়া শর্তে আলোচনায় বসবে না।

একই অনুষ্ঠানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে অভিযোগ করেন, ওয়াশিংটন প্রকৃত আলোচনায় আগ্রহী নয়; বরং আলোচনার আড়ালে নিজেদের যুদ্ধকালীন উদ্দেশ্যই এগিয়ে নিতে চায়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর