[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

চীনে বিশাল স্বর্ণভাণ্ডারের সন্ধান: মজুত সাড়ে ৮ কোটি ভরির বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ৫:০৯ পিএম

সংগৃহীত ছবি

চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তসংলগ্ন কুনলুন পর্বতমালায় পাওয়া গেছে বিশাল নতুন স্বর্ণের খনি।

দেশটির সরকারি ভূতাত্ত্বিক জরিপে ধারণা করা হচ্ছে—খনিটিতে এক হাজার টনেরও বেশি, অর্থাৎ সাড়ে ৮ কোটি ভরির বেশি স্বর্ণ থাকতে পারে।

৪ নভেম্বর প্রকাশিত একটি বৈজ্ঞানিক জার্নালে কাশগর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও এবং তার সহকর্মীরা জানান, পশ্চিম কুনলুন অঞ্চলে ‘হাজার টন স্কেলের’ একটি স্বর্ণবেল্ট এখন স্পষ্টভাবে চিহ্নিত হচ্ছে। তাদের ভাষায়, এটি চীনের স্বর্ণসম্পদের মানচিত্রে নতুন যুগের সূচনা করতে পারে।

গত এক বছরের মধ্যে এটি চীনের তৃতীয় স্বর্ণখনি, যেখানে হাজার টনের বেশি মজুত থাকার সম্ভাবনা পাওয়া গেল। এর আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশ ও মধ্য চীনের হুনান প্রদেশে বিশাল সোনার ভাণ্ডার শনাক্ত করা হয়।

আন্তর্জাতিক খনি শিল্পের তথ্যানুযায়ী, বর্তমানে চীনের উত্তোলন–অপেক্ষমাণ স্বর্ণের মোট পরিমাণ প্রায় ৩ হাজার টন। নতুন এই আবিষ্কার দেশটিকে স্বর্ণসম্পদে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে ধারণা করছে গবেষক ও খনি বিশেষজ্ঞরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর